Wednesday, August 3, 2016
জিজ্ঞাসা-বজলুর রহমান
ধর্ম বিষয়ে অনেক প্রশ্ন নিয়ে একটি বইয়ের নাম ‘জিজ্ঞাসা’। বইটির প্রশ্নগুলো আরজ আলী মাতুব্বরের ১৯৭৩ সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ ‘সত্যের সন্ধানে’ এর অনুরূপ। তবে এই বইটি মুদ্রিত হয়েছে ‘সত্যের সন্ধানে’ এর ছয় বছর আগে ১৯৬৭ সালে। বইটির লেখক বজলুর রহমান বর্তমান ঝালকাঠি জেলাধীন কাঠালিয়াস্থ শৌলজালিয়া গ্রামের পির ‘হাক্কোননুরী’ হিসেবে পরিচিত। লক্ষণীয় যে বজলুর রহমান ছিলেন তৎকালীন জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং স্নাতক ডিগ্রিধারী। একই সাথে তিনি ছিলেন ধর্মীয় ধারায় এক আধ্যাত্মিক সাধক। সেই সাধনার মধ্যে থেকেই তিনি ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন তুললেন এবং সেসবের এমন জবাব বইয়ে লিপিবদ্ধ করলেন যে তৎকালীন শরিয়তপন্থী মৌলভীরা মারাত্মক ক্ষেপে গেলেন। মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন তথা জামে এবাদুল্লাহ মসজিদের খতিব জনাব ইয়াসিন বেগ প্রমুখের নেতৃত্বে তারা এই বইয়ের বিরুদ্ধে ১৯৬৮ সালে বরিশালে মিছিল করলেন এবং বইয়ের কপি পোড়ালেন।
মিছিল নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হলো। অবশেষে তৎকালীন পাকিস্তান সরকার বইটি নিষিদ্ধ করলো। www.barisalstudy.info.bd সেই বইটির পিডিএফ ভার্সন অনলাইনে প্রকাশ করেছে-।
কৃতজ্ঞতায়-Muhammad Muhsin
Download Link-জিজ্ঞাসা-বজলুর রহমান
Labels:
Islam,
বজলুর রহমান
Subscribe to:
Post Comments (Atom)
জনাব আরজআলী মাতব্বর সম্পর্কে জনাব বযলুর রহমান তাঁর পরবর্তী বই "সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা" এভাবে মন্তব্য করেছেন:
ReplyDelete”সত্যের সন্ধান”
জনাব আরজ আলী মাতুব্বর, গ্রাম লামচরী, পোঃ চরবাড়িয়া জেলাঃ বরিশাল উপরোক্ত ’সত্যের সন্ধান’বইখানা লিখেছেন। তাঁর তারিফ করতে হয় এজন্য যে খুব বিদ্বান না হয়েও অনেক পড়াশুনা করেছেন যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন এবং ধর্ম ও বিশ্ব-দর্শন-বিজ্ঞান সম্পর্কে এমন সব প্রশ্ন তুলেছেন যার সঠিক মীমাংসা ব্যতিরেকে তথাকথিত ধর্ম কর্মের কোনও অর্থই হয়না। যেমন আত্মা-পরমাত্মা (আল্লাহ বা ইশ্বর); পরকাল বিষয়ক প্রশ্ন যেমন-আদম হাওয়া, শয়তান ফেরেশ্তা, শ’বে বরাত, শ’বে কদর, শ’বে মে’রাজ বিষয়ক প্রশ্ন যেমন-কোরবনী, হযরত মুস ইছার কেরামত-মোজেজা, ইছা নবীর বিনা বাপে জন্ম গ্রহন, হযরত সোলায়মানের হেকমত না কেরামত, জীন জাতি প্রভৃতি সম্পর্কে প্রশ্ন। কিন্তু কোরানে যা নেই সেই মনকির নেকীর ফেরেশতা, পুলসিরাত খসুফ (চন্দ্রগ্রহনে নামাজ) কসুফ (সূর্যগ্রহনে নামাজ); ’কোরানের ভাষা পরকালের’ বিশেষতঃ বেহেশত-দোযখ কি তথাকথিত কবর আযাব ইত্যাদি সম্পর্কে অত ভাবনা চিন্তার কি আছে? ওতো বানোয়াট জইফ হাদিসের বরাত-টরাতে বানোয়াট কিস্সা-কাহিনী বিশেষ। আবার তৌরাত, জবুর, ইঞ্জিল (বাইবেল) এমনকি জিন্দ আবেস্তাদি থেকে যেসব কাহিনী কিস্সা কালানুক্রমিক অনিবার্য কোরানে কিছু কিছু রদ-বদল করে এসে গেছে, এসে রয়েছে সে সব সম্বন্ধেই বা অতো মাথা ঘামাবার কি আছে? যা হোক তার প্রায় প্রত্যেক প্রশ্নের সুযুক্তিপূর্ণ সুজবাবই অমার প্রথম প্রকাশিত ’জিজ্ঞাসা’ ’সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা’ ঐ ’পটভুমি পরিক্রমা’ ঐ ’কৈফিয়ত দর্শন’ ঐ সমীক্ষা ১-৫ এবং তায্কিরাতুল মে’রাজ (মে’রাজ স্মরণিকা) পয়গাম পয়কর (প্রতিচ্ছবি) পাঁচ ক-ঙ প্রভৃতি গ্রন্থমালায় রয়েছে। সুতরাং অনুরূপ জিজ্ঞাসার জবাবের তৃষ্ণায় যারা ভুগছেন-শিক্ষিত, সুশিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্পশিক্ষিত, অশিক্ষিত যাই হোন তাদের উপদেশ দিচ্ছি এই সব জিজ্ঞাসার জবাব আমাদের পুস্তকমালা থেকে সম্যক বুঝতে আগে মাতুব্বর সাহেবের ঐ পুস্তখানা পড়–ন। তাহলে আমাদের পুস্তক থেকে ঐসব জবাব একসার খোলাসা হয়ে যাবে-ইন্’শ আল্লাহ্ যদি অবশ্য ইচ্ছে করেন।
গ্রন্থকার