Wednesday, August 3, 2016
জিজ্ঞাসা-বজলুর রহমান
ধর্ম বিষয়ে অনেক প্রশ্ন নিয়ে একটি বইয়ের নাম ‘জিজ্ঞাসা’। বইটির প্রশ্নগুলো আরজ আলী মাতুব্বরের ১৯৭৩ সালে প্রকাশিত বিখ্যাত গ্রন্থ ‘সত্যের সন্ধানে’ এর অনুরূপ। তবে এই বইটি মুদ্রিত হয়েছে ‘সত্যের সন্ধানে’ এর ছয় বছর আগে ১৯৬৭ সালে। বইটির লেখক বজলুর রহমান বর্তমান ঝালকাঠি জেলাধীন কাঠালিয়াস্থ শৌলজালিয়া গ্রামের পির ‘হাক্কোননুরী’ হিসেবে পরিচিত। লক্ষণীয় যে বজলুর রহমান ছিলেন তৎকালীন জেনারেল শিক্ষায় শিক্ষিত এবং স্নাতক ডিগ্রিধারী। একই সাথে তিনি ছিলেন ধর্মীয় ধারায় এক আধ্যাত্মিক সাধক। সেই সাধনার মধ্যে থেকেই তিনি ইসলাম সম্পর্কে এমন কিছু প্রশ্ন তুললেন এবং সেসবের এমন জবাব বইয়ে লিপিবদ্ধ করলেন যে তৎকালীন শরিয়তপন্থী মৌলভীরা মারাত্মক ক্ষেপে গেলেন। মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতাদের একজন তথা জামে এবাদুল্লাহ মসজিদের খতিব জনাব ইয়াসিন বেগ প্রমুখের নেতৃত্বে তারা এই বইয়ের বিরুদ্ধে ১৯৬৮ সালে বরিশালে মিছিল করলেন এবং বইয়ের কপি পোড়ালেন।
Tuesday, August 2, 2016
Harry Potter and the Cursed Child (Harry Potter #8) by J.K. Rowling, John Tiffany, Jack Thorne
The Eighth Story. Nineteen Years Later.
Based on an original new story by J.K. Rowling, Jack Thorne and John Tiffany, a new play by Jack Thorne, Harry Potter and the Cursed Child is the eighth story in the Harry Potter series and the first official Harry Potter story to be presented on stage. The play will receive its world premiere in London’s West End on July 30, 2016.
Subscribe to:
Posts (Atom)